আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি শহরকে পারমাণবিক অস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে। এমনটাই দাবি ইসলামাবাদের। ভারতের বিরুদ্ধে এক চরম অভিযোগ তুলল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া সাপ্তাহিক ব্রিফিং-এর সময়ে ভারতে ‘গোপন পারমাণবিক শহর’ রয়েছে বলে জানান।
পাকিস্তানের দৈনিক দৈনিক ‘ডন’-এর খবর অনুসারে জাকারিয়া বলেছেন, ভারত ওই শহরকে পারমাণবিক অস্ত্রে সাজিয়েছে। ভারতের এই পদক্ষেপ উপমহাদেশের শান্তি বিঘ্নিত করছে বলেও দাবি করেছেন পাক পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র।
ওই রিপোর্ট অনুসারে এখানেই না থেমে জাকারিয়া বলেছেন, পাকিস্তান ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত তা করছে না। ভারত নিয়মিত পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। তাদের আরও দাবি ভারতের কাছে ৩৫৬ থেকে ৪৯২টি পারমাণবিক বোমা রয়েছে।
ভারত অবশ্য পাকিস্তানের তোলা অভিযোগ অস্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ ইসলামাবাদের দাবিকে ভিত্তিহীন জানিয়ে বলেছেন, ‘ভারতে গোপন পারমাণবিক অস্ত্র জমিয়ে রাখার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সন্ত্রাসবাদের মূল ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতেই এই দাবি করা হয়েছে।’
০৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস