বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০৭:৫৫

নরেন্দ্র মোদিই ভারতের ডোনাল্ড ট্রাম্প:‌ রাহুল গান্ধী

নরেন্দ্র মোদিই ভারতের ডোনাল্ড ট্রাম্প:‌ রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আড়াই বছর আগেই ভারতে ক্ষমতা দখল করেছিলেন এদেশের ট্রাম্প, মানে ‘‌নরেন্দ্র মোদি’‌। উত্তরপ্রদেশের পলিটেকনিক কলেজের মাঠে বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী একই সুরে নোট বাতিল নিয়ে তোপ দাগলেন মোদির বিরুদ্ধে।

তার কথায় বারবার উঠে এসেছে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রসঙ্গ। তিনি বলেন, নোট বাতিলের পর থেকে ব্যাঙ্কে পুরানো নোট বদলাতে রোজ সমস্যায় পড়তে হয়েছে মানুষকে। এখনও পড়তে হচ্ছে রোজ। যারা ব্যাঙ্কের লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মৃত্যু হয়েছে, তাদের দিকে সরকার একবার ফিরে তাকিয়েছে?‌ মৃতদের পরিবারকে তো সরকারি সাহায্য দেওয়া উচিত।

কৃষকদের প্রসঙ্গও আলাদা করে টেনেছেন রাহুল গান্ধী। বলেছেন, কৃষকদের জীবনকে প্রশ্নের সামনে ফেলে দিয়েছেন মোদি। নোট বাতিলের সিদ্ধান্তের জন্যই আজ আলু চাষে প্রভাব পড়েছে। বীজ নষ্ট হয়ে গিয়েছে। চাষ মার খেয়েছে।

এছাড়াও আঞ্চলিক শিল্পের পৃথক পরিচয় দেওয়ারও দাবি তোলেন রাহুল। বলেন, খুরজায় তৈরি কোনও জিনিসের ওপরে লেখা থাকে, ‘‌মেড ইন ইন্ডিয়া’‌। কেন এমন হবে, খুরজায় তৈরি জিনিসের ওপর লেখা থাকতে হবে মেড ইন খুরজা। তাতে শিল্পাঞ্চলের পরিচয় জানতে পারবে গোটা দেশ। আজকাল

০৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে