আন্তর্জাতিক ডেস্ক: তুষার ঝড়ে কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। স্থবির হয়ে পড়েছে কানেটিকাট, রোড আইল্যান্ড, পেনসিলভেনিয়া, নিউজার্সি ও নিউ ইয়র্কের জনজীবন। তুষারপাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে।
গতকাল (বৃহস্পতিবার) যেখানে সকাল থেকে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় লোক সমাগম থাকতো সেখানে মিলেছে ভিন্ন চিত্র। জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিট এবং ৭৩ স্ট্রিটের ৩৭ এভিনিউর বাংলাদেশি অনেক দোকনাপাট বন্ধ ছিল। রেস্টুরেন্টগুলো খুললেও ক্রেতা ছিলনা।
ভোর রাত থেকে শুরু হওয়া তুষারে কয়েক ইঞ্চি বরফে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। বাসা-বাড়ির আঙিনায় জমা পড়ে এক ফুট তুষার। তুষার পড়া এলাকাগুলোতে ছিল সতর্কাবস্থা। নিউইয়র্ক সিটির স্কুল-কলেজ এবং কয়েকটি ব্যাংক-ও বন্ধ ছিল।
ইস্টকোস্টের বিভিন্ন বিমান বন্দরের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এসব বিমান বন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছিলেন।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও নগর প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে লং আইল্যান্ড সিটিতে পর্যবেক্ষণে রাজপথে নেমে জনগণকে পরার্মশ দিয়েছেন।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর