শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:০০:৫২

‘আমেরিকা চীনের পাশে থাকবে’

‘আমেরিকা চীনের পাশে থাকবে’

আন্তর্জাতিক ডেস্ক : ৪৫তম মার্কিন প্রেডিসেন্ট হওয়া পরেই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েনকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই আন্তর্জাতিক রাজনৈতিক মহলে কথা উঠতে শুরু করে, তাহলে কি এক চীন নীতি থেকেও সরে এলেন ট্রাম্প?‌ শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে কথা বলে সেই জল্পনায় পানি ঢাললেন ট্রাম্প।

হোয়াইট হাউস সূত্রের খবর, প্রায় ২০ মিনিট কথা বলেছেন দু’‌দেশের রাষ্ট্রপ্রধানরা। ট্রাম্প শুভেচ্ছা বিনিময় করে জানিয়ে দিয়েছেন, একক শক্তিশালী চীনের প্রতি আমেরিকা আস্থা রাখছে। ভবিষ্যতে দু’‌দেশের সম্পর্ক আরও জোরদার করতে আমেরিকা সব সময় চীনের পাশে থাকবে। বেজিংয়ের তরফেও জানানো হয়েছে, আমেরিকার পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে।

বলা হয়েছে, ট্রাম্প চাইছেন দু’‌দেশের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে ইতিহাস তৈরি করতে। যথেষ্ট সৌজন্য রেখেই দু’‌দেশের রাষ্ট্রপ্রধানরা কথা বলেছেন। ফোন কলে এই কথা বলার পরেই একটি চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প। আমেরিকায় চীনের দূতাবাসের হাই কমিশনারের হাতে চিঠিটি তুলে দিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। সেই চিঠিতে স্থায়ী সুস্থ সম্পর্কের কথা বলা হয়েছে।

আমেরিকা যে চীনের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করতে চাইছে, সেটা বোঝা গিয়েছিল কয়েকদিন আগেই। ট্রাম্প কন্যা ইভাঙ্কা নতুন বছরের সেলিব্রেশনে চীনা দূতাবাসে উপস্থিত হয়েছিলেন। যদিও, এই সব কিছু নিয়েই মন্তব্য করতে চাইছে না চীন সরকার। ট্রাম্পের সঙ্গে কথা হওয়ার বিষয়টি স্বীকার করা হলেও, কী কথা হয়েছে, তা সরকারি ভাবে জানানো হয়নি।  
১০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে