শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২৬:৫৮

ট্রাম্প টাওয়ারে পেন্টাগন!

 ট্রাম্প টাওয়ারে পেন্টাগন!

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে জায়গা ভাড়া নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ‘আনুষ্ঠানিক প্রয়োজন’ মেটানোর লক্ষ্যেই একথা বিবেচনা করা হচ্ছে বলে পেন্টাগনের একজন মুখপাত্র বুধবার জানিয়েছেন। খবর বিজনেস ইনসাইডারের।

৫৮ তলাবিশিষ্ট ট্রাম্প টাওয়ারের তিনতলার পেন্টহাউসে গত তিন দশক ধরে বসবাস করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবার। এ ছাড়া ট্রাম্পের ব্যবসা-বাণিজ্যও এ টাওয়ারভিত্তিক গড়ে উঠেছে। তবে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই হোয়াইট হাউসে বসবাস করছেন ট্রাম্প। এর মধ্যে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে যাওয়া হয়ে উঠেনি তার।

যদিও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ও তাদের ছোট ছেলে ব্যারন সেখানেই বসবাস করছেন। তবে মাঝেমধ্যে ট্রাম্প ওই টাওয়ারে গিয়ে কয়েকদিন থাকবেন। আর তখন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা যাতে সার্বক্ষণিক তার কাছাকাছি থাকতে পারেন এ চিন্তা থেকেই টাওয়ারটিতে জায়গা ভাড়া নেওয়ার কথা ভাবছে পেন্টাগন। ১৩ হাজার থেকে ১৫ হাজার বর্গফুটের পুরো টাওয়ারটি ভাড়া নিতে বার্ষিক ১.৫ মিলিয়ন ডলার খরচ হতে পারে।
১০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে