শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৪:২৬:৫০

বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহার, নির্বাচিত জাপান

বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহার, নির্বাচিত জাপান

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদপ্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থেকে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করেনিয়েছে। আর তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান। পাঁচ স্থায়ী সদস্যের নিরাপত্তা পরিষদে এই নিয়ে ১১ বার নির্বাচিত হল জাপান। এবার এশিয়া থেকে জাপান ও বাংলাদেশই ছিল নিরাপত্তা পরিষদে অস্থায়ী পদপ্রার্থী। কিন্তু বাংলাদেশ আগেই নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। সেক্ষেত্রে জাপান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে ২০১৬ সাল তো বটেই সেইসঙ্গে ২০১৭ সালেও জাপান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য থাকবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এ জয় ছিল বিশ্বকে দেখানোর একটি সুযোগ যে, নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী সদস্য হবার যোগ্য প্রার্থী জাপান। সেইসঙ্গে ফুমিও কিশিদা জানিয়েছেন, আগামী ২ বছরে নিরাপত্তা পরিষদে আরও নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকবে জাপান। কেউ কেউ বলছেন, বিশেষ করে সিরিয়ায় আইএস খেদাতে ও উত্তর কোরিয়াকে মোকাবিলার মতো ইস্যুতে আরও বেশি নিজেদের জড়াতে চায় জাপান। আগামী বছরের জানুয়ারিতে জাপান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নতুন দায়িত্ব পালন শুরু করবে। ২০১৭ সালের শেষে এই মেয়াদ শেষ হবে। প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত হয়। সেখানে জাপান ১৮৪টি ভোট পেয়েছে। এর বাইরে ইউক্রেন, মিশর, উরুগুয়ে ও সেনেগালও নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে। বর্তমানে জাতি সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশ হচ্ছে : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে