শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫৫:৩৭

আইএস জঙ্গিদের হিটলিস্টে ১৫০ জন ভারতীয়!

আইএস জঙ্গিদের হিটলিস্টে ১৫০ জন ভারতীয়!

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ংকর উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার শিকড় ছড়াচ্ছে ভারতে। সম্প্রতি, ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্স বা এনআইএয়ের হাতে এসেছে এমন একটি  ভয়ঙ্কর তথ্য, যার পর থেকে ঘুম ছুটে গিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলির। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’।

সূত্রের খবর, এনআইএয়ের হাতে এসেছে ইসলামিক স্টেটের ‘মৃত্যুর তালিকা’। সমস্ত বিশ্বের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে এই তালিকায়। তবে ভারতের গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়ে এই তালিকায় রয়েছে প্রায় ১৫০ জন ভারতীয় প্রযুক্তিবিদের নাম। এরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। তার মধ্যে ৭০ জন মুম্বাইয়ের। মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার নাসির বিন ইয়াফি চাউস নামের এক আইএস জঙ্গির ল্যাপটপ থেকে এই তালিকাটি পাওয়া গিয়েছে। এনআইএ সূত্রে খবর, সিরিয়া থেকে ফারুক নামের এক জঙ্গি নেতার নির্দেশে তৈরি হয়েছে এই হিটলিষ্ট তালিকা।

এই তালিকা থেকে স্পষ্ট, প্রযুক্তির ক্ষেত্রে ভারতের মেরুদণ্ড ভাঙতে চাইছে ইসলামিক জঙ্গিরা। ওই তালিকায় রয়েছেন সফটওয়্যার ম্যানেজার, এথিকাল হ্যাকারস-সহ তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত আরও বহু ব্যক্তি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। তালিকায় নাম থাকা কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন গোয়েন্দারা।

ভারতে জঙ্গি কার্যকলাপ বাড়িয়ে তুলতে চাইছে ইসলামিক স্টেট। সম্প্রতি, দেশের বিভিন্ন প্রান্ত, যেমন মহারাষ্ট্র, কেরল, অন্ধ্রপ্রদেশ থেকে ধরা পড়েছে  বেশ কয়েকজন সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি। সম্প্রতি, ইরাক ও সিরিয়ায় প্রত্যাঘাত পেয়েছে ইসলামিক স্টেট। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোটের হামলায় মসুল থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হাতছাড়া হয়েছে তাদের।
১১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে