রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৫৯:৫১

কাশ্মীরে তীব্র সংঘর্ষ চলছে, এখন পর্যন্ত সেনাসহ নিহত ৬

কাশ্মীরে তীব্র সংঘর্ষ চলছে, এখন পর্যন্ত সেনাসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে রবিবার সকালে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এ সংঘর্ষে চার বিচ্ছিন্নতাবাদী ও দুই সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলায় শুরু এ লড়াই চলছে বলে জানা গিয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্ন্ত গুলির লড়াই চলছে বলে জানা গেছে।

পিটিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিন বিচ্ছিন্নতাবাদীর আহত অবস্থায় পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাস্থলে আরও জঙ্গি আত্মগোপন করে থাকার আশঙ্কা করছেন জওয়ানরা। আর সে জন্য সে এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
১২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে