রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:২০:৫৯

ভারতের দেওয়া সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান!

ভারতের দেওয়া সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পরমাণু কর্মসূচী নিয়ে আশঙ্কা প্রকাশ করলো পাকিস্তান। এর ফলে ভারত মহাসাগর ঘিরে শান্তি বিঘ্নিত হবে। ভারত মহাসাগরের উপকূলবর্তী শান্তিরক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিদেশ দপ্তরের উপদেষ্টা সরতাজ আজিজ বলেন, ভারতীয় নৌসেনার পরমাণু কর্মসূচী নিয়ে ইসলামাবাদ উদ্বিগ্ন।

পাকিস্তানী সংবাদমাধ্যম ডন-এর খবর অনুযায়ী, সরতাজ আজিজ বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতের নাম না করেও দিল্লিকেই নিশানা করেছেন। গণ বিধ্বংসি অস্ত্রের প্রসার, ক্ষেপণাস্ত্র কর্মসূচী বাড়ানো এবং বিদেশি সেনার শক্তিবৃদ্ধিকেই শান্তি বিঘ্ন করার জন্য দায়ী করেছেন তিনি।

তাছাড়া, পাইরাসি, বেআইনিভাবে মাছ ধরা, মানুষ, ড্রাগ এবং অস্ত্র চোরা চালান এবং উপকূলের দূষণ, জলবায়ু পরিবর্তনকেও বড় সমস্যা বলে মন্তব্য করেছেন তিনি। এই সমস্ত ক্ষেত্রে জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখেই পাকিস্তান নীতি প্রণোয়ন করতে চাইছে বলেও তিনি জানিয়েছেন। তবে ভারতের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করতে পাকিস্তান প্রস্তুত, দাবি করেছেন আজিজ।
১২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে