সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:০৯:৩২

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ডিআইজিসহ নিহত ১০

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ডিআইজিসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে চলমান একটি বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকতাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৯ জন। সোমবার লাহোরে পাঞ্জাব প্রদেশের আইনসভার বাইরে এ হামলার ঘটনা ঘটে।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান-টিটিপি'র শাখা জামাত-উল-আহরার হামলার দায় স্বীকার করেছে। অবৈধ ওষুধ ব্যবসা বন্ধে সরকারি অভিযানের প্রতিবাদে ধর্মঘট ডেকে প্রাদেশিক আইনসভার বাইরে বিক্ষোভ করছিল কেমিস্ট ও ওষুধ উৎপাদনকারীরা। ধর্মঘট প্রত্যাহারে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছিলেন পুলিশের ডিআইজি আহমাদ মুবিন।

এসময় ওই হামলার ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা আহমাদ মুবিনকে কয়েক ঘণ্টা আগেও বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল তিনি বিক্ষোভকারী কথা শুনছেন এবং তাদের বিক্ষোভকারীদের সাথে সমাঝোতার চেষ্টার করছেন।
১৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে