মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৪৯:৪৮

ভালবাসার নিদর্শন রেখে একই দড়িতে আত্মহত্যা প্রেমিক যুগলের

ভালবাসার নিদর্শন রেখে একই দড়িতে আত্মহত্যা প্রেমিক যুগলের

এক্সক্লুসিভ ডেস্ক: প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিল দুই পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর চব্বিশ পরগণার রানিতলা থানার বেগুনদিহি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, মৃতদের নাম শাবনুর খাতুন এবং রিঙ্কু শেখ। দুইজনের বয়সই ১৬ বছর। জানা গিয়েছে, তারা দুজনেই স্থানীয় দেবাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে।

প্রেমের ভয়াবহ পরিণতি বলা যায়! প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়েই আত্মহত্যা করল প্রেমিকা। সোমবার সকালে এই দুইজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এর পরেই তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমে বাধা পেয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই  প্রেমিক যুগল।-এবেলা

১৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে