মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৩৪:৩৭

মুখ্যমন্ত্রীর চেয়ার নয়, জয়ললিতার প্রিয় বান্ধবীকে কোথায় পাঠালো ভারতীয় সুপ্রিম কোর্ট?

মুখ্যমন্ত্রীর চেয়ার নয়, জয়ললিতার প্রিয় বান্ধবীকে কোথায় পাঠালো ভারতীয় সুপ্রিম কোর্ট?

আন্তর্জাতিক ডেস্ক : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় ৪ বছরের কারাদণ্ড হল ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শশিকলার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অমিতাভ রায় ও বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

জয়ললিতার মৃত্যুর পর তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন জয়া ঘনিষ্ঠ মন্ত্রী ও পনীরসেলভম। কিন্তু মাস খানেকের মধ্যেই প্রথমে এআইএডিএমকে-এর সাধারণ সম্পাদক হন জয়ার ছায়াসঙ্গী শশিকলা। তার পরেই নির্বাচিত বিধায়ক না সত্বেও এবং কোনও প্রশাসনিক অভিজ্ঞতাহীন শশিকলা মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেন। অভিযোগ ওঠে শশিকলার চাপেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন পনীরসেলভম।

এরই মাঝে শতাধিক বিধায়ককে নিজের শিবিরে টেনে একটি রিসোর্টে বন্দি করে রাখেন শশিকলা। রাজ্যপাল অবশ্য তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করাননি।

ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে শশিকলার আগামী ১০ বছরের মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পথ বন্ধ হয়ে গেল। কারণ ৪ বছরের কারাদণ্ডের পরে ৬ বছর তিনি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

তামিলনাড়ু রাজনীতিতে বড় মোড় এল এই রায়ের ফলে। এখন দেখার রাজ্যপাল পনীরসেলভমকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে ডাকেন নাকি শশিকলা অন্য কোনও চাল চালেন।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে