মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:১৬:৫২

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নতুন নেতা সিনওয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নতুন নেতা সিনওয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন, হামাসের সামরিক শাখার একজন শীর্ষস্থানীয় কমান্ডারকে গাজা উপত্যকায় এই আন্দোলনের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। হামাস কর্মকর্তারা বলেছেন, সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার সংগঠনের গাজা দফতরের রাজনৈতিক প্রধান নির্বাচিত হয়েছেন।

হামাসের অপর সিনিয়র নেতা খলিল আল-হাইয়া’কে সিনওয়ারের উপ-প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সিনওয়ার হামাসের নেতা হিসেবে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন। ২০০৭ সালের জুন মাসে ফিলিস্তিনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইসমাইল হানিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন থেকে তার আন্দোলন গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।

অনেকে মনে করছেন, ইসমাইল হানিয়া এবার হামাসের প্রবাসী রাজনৈতিক ব্যুরো প্রধান খালেদ মাশালের স্থলাভিষিক্ত হবেন। কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক সদর দফতর অবস্থিত।

৫৫ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা। তিনি ইসরাইলের বিরদ্ধে আপোষহীন সংগ্রামকারী হিসেবে পরিচিত। তেল আবিবের সাথে যেকোনো ধরনের আপোষের বিরোধী তিনি।

১৯৮৮ সালে ইসরাইল তাকে ধরে নিয়ে গিয়েছিল। ২০১১ সালের অক্টোবরে হামাসের হাতে আটক ইসরাইলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে যে এক হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন, তাদের সাথে সিনওয়ার মুক্ত হয়ে গাজায় ফিরে আসেন।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে