মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২৪:১১

কাশ্মীরে ভংয়াবহ সংঘর্ষে ভারতীয় ৩ সেনা নিহত, আহত ৬ সেনা

কাশ্মীরে ভংয়াবহ সংঘর্ষে ভারতীয় ৩ সেনা নিহত, আহত ৬ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সীমান্তে উগ্রবাদীদের সাথে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ছয় জনসহ আরো ৭ জন। একজন অজ্ঞাতনামা উগ্রবাদীরও এ ঘটনায় মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন ভারতের একজন পুলিশ কর্মকর্তা।

আজ সকালে বান্দিপোরা জেলার হাজিন এলাকার প্যারে মোহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহত সেনা জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

গোপন সূত্রে বান্দিপোরা এলাকায় উগ্রবাদীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় চিরুণি তল্লাশি চালানোর সময় আচমকাই সেনাবাহিনীর ওপর হামলা চালায় উগ্রবাদীরা। এতে ৯ জন সেনা আহত হন। এদের মধ্যে ৩ জনের পরে মৃত্যু হয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও ওই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছিল।

এর আগে গত রোববার কাশ্মীর উপত্যকায় কুলগ্রামের ফ্রিসল এলাকায় সেনা-উগ্রবাদী গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার হিজবুল মুজাহিদিন সদস্যের। মৃত্যু হয় দুই ভারতীয় জওয়ানেরও। -টাইমস অব ইনডিয়া।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে