আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাসী ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করে থাকে। ভালোবাসার মানুষকে অনেকেই নানারকম উপহার দিয়ে থাকেন। তাতে থাকে নানা রকম চমক। ভালোবাসার মানুষটির মন জয় করতে অনেকেই এই কাজটি করে। কিন্তু প্রেমিকার মন জয় করতে গিয়েই গ্রেফতার হতে হল ভারতের মুম্বাইয়ের এক যুবককে। কারণ প্রেমিকাকে চমক দিতে গিয়ে নিজের পুরো গাড়িটাই ২০০০ টাকার নতুন নোটে মুড়ে ফেলেছিল সে। আর তাই মুম্বাই পুলিশ তাঁকে আটক করেছে।
ভারতে নোট বাতিলের পর তিন মাস কেটে গেলেও নোটদুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। অনেক সময়েই ব্যাঙ্ক বা এটিএমে টাকা পাওয়া যাচ্ছে না। ২০০০ টাকার নোট থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণ খুচরো নোট। কিন্তু এর মধ্যেই যুবকের এই কাণ্ডে হতবাক আম জনতা। গাড়িটি নিয়ে রাস্তায় বেরনোর পরেই অনেকেই হাঁ হয়ে যান। কিন্তু পুলিশের হাতে আটক হয়ে প্রেমিকাকে চমক দেওয়ার পরিকল্পনা ভেস্তে যায় ওই যুবকের। আপাতত পুলিশি হেফাজতেই তাকে ভ্যালেন্টাইনস ডে পালন করতে হবে। যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। -সংবাদ প্রতিদিন।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম