আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজনে আবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো উচিত বলে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ কুমার আঘা। ২৯ সেপ্টেম্বর সীমানা পেরিয়ে অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছিল বলে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল।
ভারতের মাটিতে এরপর একের পর এক জঙ্গিহানা চালানো চেষ্টা করেছে পাক সেনা এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা। অসামরিক এলাকা এবং বাসস্থান লক্ষ্য করেও তারা গুলি ছুঁড়ছে। এরপরেই মঙ্গলবার পাকিস্তানকে সতর্ক করে কুমার আঘা বলেছেন, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান এর একটা অংশ দখল করে রেখেছে। আমরা শান্তিপূ্র্ণ মিটমাট চাইছি। শান্তিপূর্ণভাবে এলাকার হস্তান্তর চাওয়ার সময় এসেছে। পাকিস্তানের ওপর এই নিয়ে চাপ বাড়ানো দরকার।’
তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে তারা যেভাবে ‘ছায়াযুদ্ধ’ চালাচ্ছে তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। মঙ্গলবারই পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বন্দিপোড়ায় নিহত হয়েছেন ভারতীয় ৩ সেনা, আহত আরও ৯ সেনা। মৃত্যু হয়েছে ১ জঙ্গির। এর তীব্র নিন্দা করেছেন আঘা।
১৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস