আন্তর্জাতিক ডেস্ক : ‘ভ্যালেন্টাইন্স ডে’ কে কর্পোরেট ভাবে ব্যবহার চলছে। তার নবতম সংযোজন এই প্রেম দিবসে বিমান টিকিট মিলবে মাত্র ৮৯৯ টাকায় (ভারতীয় রুপি)। ভারতের টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ সংস্থা ভিস্তারা ২৮ ফেব্রুয়ারি ও ২০ সেপ্টম্বরের বিমান যাত্রার জন্য ‘ভ্যালেন্টাইন্স ডে সেল’ এর অফার বিমান যাত্রীদের দেওয়ার ঘোষনা করে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের।
এই সুবিধা পাওয়া যাবে একদিকের বিমানযাত্রার জন্য। যাত্রীরা বিমান টিকিট কাটতে পারবে ১৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। ভিস্তারা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে,‘এই অফারে দেশের মধ্যে ২০টি জায়গায় যাওয়ার সুবিধা পাবে বিমানযাত্রীরা। আগে আসলে আগে পাবে এই পদ্ধতিতে এই অফারে বিমান টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে।’
১৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস