মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:২৯:১৯

যুক্তরাষ্ট্রের উচ্চতম বাঁধ ধ্বংসের মুখে, অন্যত্র পালাচ্ছেন বাসিন্দারা!

যুক্তরাষ্ট্রের উচ্চতম বাঁধ ধ্বংসের মুখে, অন্যত্র পালাচ্ছেন বাসিন্দারা!

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার উচ্চতম বাঁধ ধ্বংসের মুখে। ক্যালিফোর্নিয়ার এই অরোভিল বাঁধের এমনই অবস্থা, তাতে বাঁধের আশপাশের কয়েকটি শহরের মানুষজন সুরক্ষিত নয় বলেই মনে করা হচ্ছে। যে কোনও সময় বাঁধের পানিতে ভেসে যেতে পারে। বাঁধের আশপাশের শহরের বাসিন্দা অন্যত্র পালাচ্ছেন।  খবর ইন্ডিয়া টাইমসের।

অরোভিল বাঁধের উচ্চতা ৭৭০ ফুট। গত কয়েক দিন ধরেই দ্রুত হারে এই বাঁধের জল বাড়ছে। গত ৯ ফেব্রুয়ারিতেই ধারণ ক্ষমতার সর্বোচ্চসীমায় পৌঁছে যায় বাঁধের জল। তার পরেও জলস্তর না-কমে, উল্টো গোটা সপ্তাহ ধরে বাড়তে থাকায়, দুর্যোগের আশঙ্কায় রোববার প্রশাসনের তরফে বাঁধের আশপাশের শহরের ২ লক্ষ মানুষকে অন্যত্র সরে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

প্রশাসনিক এই নির্দেশের আগেই অবশ্য লোকজন নিরাপদ আস্তানার খোঁজ করতে শুরু করে। অরোভিলের উত্তরের শহর শিকোয় অস্থায়ী ভাবে কয়েক জনের থাকার ব্যবস্থাও করা হয়েছে। বাঁধ দ্রুত না সংস্কার করা হলে, অরোভিলের আশপাশের কয়েকটি শহর ভেসে যাবে। জানা গিয়েছে, সংস্কারে খবর হবে ২০০ মিলিয়ন ডলার।

বাঁধের নির্মাণগত কোনও ত্রুটি থেকেই এমন হচ্ছে না, সে বিষয়ে পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের খবর, ইঞ্জিনিয়াররা বাঁধ পরীক্ষা করতে গিয়ে দেখেছেন অতিরিক্ত জল বেরোনোর যে মূল রাস্তা, সেই প্রধান স্পিলওয়েতেই যে কোনও কারণে বড়সড় গর্ত তৈরি হয়েছে। জলের চাপে ক্রমাগত ভাঙনে একসপ্তাহের মধ্যেই তা বড় আকার নিয়েছে।

১৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে