বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:১৪:৫৬

যে কারণে এবং যেভাবে নারী গুপ্তচর দিয়ে নিজের ভাইকে খুন করান কিম!

যে কারণে এবং যেভাবে নারী গুপ্তচর দিয়ে নিজের ভাইকে খুন করান কিম!

আন্তর্জাতিক ডেস্ক : কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামের খুনের পিছনে উত্তর কোরিয়ার গুপ্তচরদের হাত রয়েছে বলে মনে করছে আমেরিকা। শুধু মনে করা নয়, সবদিক বিচার করে এমনটাও মত আমেরিকার একটি সরকারি সুত্রের। দুটি সূত্র থেকে এমন ধারণার বিষয়ে নিশ্চিত হলেও ঠিক কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা পরিষ্কার করেনি মার্কিন কর্তৃপক্ষ।

মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিমানবন্দরে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার টিভি চোসুনের খবর। বিবিসি জানায়, বিমানবন্দরেই হত্যার টার্গেট হন ৪৫ বছর বয়সী কিম জং-ন্যাম। তিনি উত্তর কোরিয়ার প্রাক্তন নেতা কিম জং-ইল এর বড় ছেলে। দীর্ঘ সময় উত্তর কোরিয়ার বাইরে থাকা ন্যাম নিজেদের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে গুটিকয়েক যেসব দেশের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার মধ্যে মালয়েশিয়া অন্যতম। এমনকি মালায়েশিয়া ও উত্তর কোরিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারেন। আর কিম জং-ন্যামকে খুনের জন্য ওই দেশটিকেই বেছে নেওয়া হয়েছে।

ওদিকে, দক্ষিণ কোরিয়ার কয়েকজন সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, দুই মহিলা বিমানবন্দরে সূঁচের মাধ্যমে কিম জং-নামকে বিষ প্রয়োগ করেছে। ওই দুই মহিলা উত্তর কোরিয়ার চর বলে ধারণা করা হচ্ছে। তারা ট্যাক্সিতে করে পালিয়ে গেছে এবং ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

২০০১ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে জাপানে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছিলেন কিম জং-ন্যাম। তখন তিনি আধিকারিকদের বলেছিলেন, তিনি টোকিওতে অবস্থিত ডিজনিল্যান্ডে যেতে চেয়েছিলেন। ওই ঘটনার পর তিনি বাবা কিম জং-ইলের আস্থা হারান বলে ধারণা করা হয়। পরে ২০১১ সালে তার থেকে বয়সে ছোট সৎ ভাই কিম জং-উন উত্তর কোরিয়ার নেতা হন। কিম জং-নাম বেশিরভাগ সময় বিদেশে বিশেষ করে ম্যাকাউ, সিঙ্গাপুর এবং চিনে কাটিয়েছেন। এ আগেও কিম জং-নামকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ২০১২ সালে উত্তর কোরিয়ার একজন গুপ্তচরকে কারাদণ্ড দেয় দক্ষিণ কোরিয়া। ওই গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিম জং-নামকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিলেন।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে