বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:১৩:০৩

মিশেলকে যা বলে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা জানালেন ওবামা

মিশেলকে যা বলে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা জানালেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : দেশে কিংবা দেশের বাইরে; মার্কিন মুল্লুক থেকে শুরু করে বিশ্বের সর্বত্রই ১৪ ফেব্রুয়ারি দিনটি এক নতুন মাত্রা যোগ করে ইংরেজি ক্যালেন্ডারের পাতায়। চারিদিকে শুধুই যেন ভালোবাসা। ‘নিভৃতে যতনে মনের মন্দিরে’ প্রিয়জনকে নিয়ে আরাধনার একটি দিন এদিন। ভালোবাসার বন্ধনকে জোরালো করার এক দিনও এদিন।
 
বিশ্বের অন্য সব মানুষের মতো যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও দিনটি ছিল তাৎপর্যপূর্ণ। নিজের টুইটার অ্যাকাউন্টে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন শন্তিতে নোবেল পুরস্কার জয়ী এই রাজনীতিক।
 
স্থানীয় সময় মঙ্গলবার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে অন্তরঙ্গ হয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ওবামা লিখেছেন, ' শুভ ভ্যালেন্টাইনস মিশেল ওবামা। তোমার সঙ্গে প্রায় ২৮ বছর, কিন্তু সব সময়ই তোমাকে নতুন মনে হয়।'
 
 ডেমোক্র্যাটিক পার্টির সদস্য বারাক ওবামা ২০০৮ সালের ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথবারের মতো বিজয়ী হন এবং ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন।
 
২০০৯ সালে শান্তিতে নোবেল জয়ী ওবামা ২০১২ সালে দ্বিতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। ২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসরে যান। ওবামার ক্ষমতায় থাকার এই দীর্ঘ সময় ফাস্টলেডি হিসেবে মিশেলের গুরুত্বও ছিল উল্লেখযোগ্য।
 
প্রেসিডেন্ট থাকাকালীন মাঝেমধ্যেই বারাকা ওবামা ও তার স্ত্রী মিশেলের ছবি ভাইরাল হতে দেখা গেছে। সেসব ছবিতেও তাদেরকে অন্তরঙ্গ অবস্থাতেই দেখা মিলেছে। তবে এবারের ভ্যালেন্টাইনে মিশেলকে নিয়ে ওবামার শুভেচ্ছা বার্তা নতুন এক মাত্রা যোগ করেছে তাদের সমর্থকদের মনে। দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা এই দম্পতিকে ক্ষমতা হারানোর পর এবারই প্রথম ভ্যালেন্টাইন পালন করতে হচ্ছে।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে