আন্তর্জাতিক ডেস্ক : পরপর সন্ত্রাসের নিশানায় ফ্রান্স। শার্লি এবদো থেকে ফুটবল স্টেডিয়াম, রক কনসার্টে হামলা। হামলার দায় স্বীকার করেছে কখনও আইএস তো কখনও আল কায়দা। ছিদ্রবহুল সীমান্তের ফলে ফ্রান্সে জঙ্গি হামলা ইউরোপের অন্য দেশগুলির থেকে অনেক বেশি সহজ। এই কারণেই ফরাসি ভূখণ্ডে হামলার অধিকাংশ অস্ত্র বেলজিয়াম বা অন্য পড়শি দেশগুলি থেকে আনা হয়ে থাকে বলে জানা যায়।
ভবিষ্যতেও জঙ্গি হামলার আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছে না ফরাসি কর্তৃপক্ষ। দেশজুড়ে কড়া সতর্কতার পাশাপাশিও বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তারমধ্যে অন্যতম হল, আইফেল টাওয়ার-এর চারপাশে বুলেটপ্রুফ কাচের দেওয়াল তৈরি করা। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফরাসি প্রশাসন।
জানা গেছে, ২.৪ মিটার লম্বা কাচের দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হবে আইফেল টাওয়ারকে। বুলেটপ্রুফ হওয়ার পাশাপাশি কাচের দেওয়ালটি এতটাই শক্ত হবে যে, কোনও চলন্ত গাড়ি এসে ধাক্কা দিলেও, তা ভাঙবে না। একইসঙ্গে পর্যটকদের আইফেল টাওয়ারে প্রবেশ করতে হলে, পরিচয়পত্র দেখানোর পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পড়তে হবে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকালে প্রকাশিত, ‘এবার থেকে আইফেল টাওয়ারের নীচে ঘুরে বেড়ানো বন্ধ।’ ইন্ডিয়া টাইমস।
১৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস