বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০১:৩১

ভারত আগুন নিয়ে খেলছে : চীনের হুশিয়ারি

ভারত আগুন নিয়ে খেলছে : চীনের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের সংসদীয় প্রতিনিধি দল ভারত সফরে এসেছে। আর এই সফর মোটেও সহজ ভাবে নেয়নি বেইজিং। রীতিমতো নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবী করে। আর চীন দাবী করে তাইওয়ান চীনের অংশ।

বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, চীন-ভারত সম্পর্ককে সুস্থ রাখতে হলে তাইওয়ান সংক্রান্ত ইস্যুতে ভারত সতর্কভাবে পা ফেলবে এমনটাই আশা করি। একইসঙ্গে চীনের শাসক কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনেও ভারতের প্রতি কড়া সতর্কবার্তা প্রকাশিত হয়েছে। তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়ে ভারত আগুন নিয়ে খেলছে- এমন বক্তব্যও প্রকাশ পেয়েছে তাদের প্রতিবেদনে।

দু’দিন আগেই ভারত সফর করে গেছে তাইওয়ানের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। বরাবরই তাইওয়ান প্রশ্নে চীন অত্যন্ত স্পর্শকাতর। তাইওয়ানের স্বাধীন অস্তিত্বকে চীন স্বীকার করে না। ‘ওয়ান চায়না পলিসি’ বা ‘এক চীন নীতি’ অনুযায়ী তাইওয়ানকে চীনের অংশ বলেই দাবি করে বেইজিং। যে কোনও দিন ‘বিচ্ছিন্নতাবাদী’দের হঠিয়ে তাইপেই-এর কর্তৃত্ব বেইজিং নিজের হাতে নেবে, এমন কথাও চীন একাধিকবার বলেছে। আর এ কারণেই চীনের এ কড়া সতর্ক বার্তা।

গেং শুয়াং বলেছেন, ‘আমরা আশা করি চীনের মূল উদ্বেগের বিষয়গুলো ভারত বুঝবে ও সম্মান করবে এবং এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে বিবেচকের মতো পদক্ষেপ নেবে, যাতে চীন-ভারত সম্পর্কের অগ্রগতি সুস্থ ও স্বাভাবিক থাকে।’
১৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে