শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:১৭:৩৮

মুসলিম নাগরিকদের পক্ষ নিয়ে একযোগে ট্রাম্পের ১০ উপদেষ্টার পদত্যাগ

 মুসলিম নাগরিকদের পক্ষ নিয়ে একযোগে ট্রাম্পের ১০ উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এশিয়া-আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপদেষ্টা পরিষদের  ১০ জন সদস্য পদত্যাগ করেছেন। ওবামার নিয়োগ দেয়া এই কমিশনারদের মেয়াদ চলতি বছরের ৩০ মেপ্টেম্বর পর্যন্ত থাকলেও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচিত বিভিন্ন কাজের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। পদত্যাগকারীদের মধ্যে কমিশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অভিনেতা মুলিক পানচোলিও রয়েছেন।

২০ সদস্যের এই কমিশনের ৬ জন গত জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের সময়ই পদত্যাগ করেন। সব মিলিয়ে কমিশন থেকে পদত্যাগকারী সদস্যের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

১৫ ফেব্রুয়ারি লেখা পদত্যাগপত্রে তারা ভিসা বন্ধ, স্বাস্থ্যবীমা আইন বাতিল, অভিবাসন, বর্ণ-বৈষম্য, ধর্ম বিশ্বাস ও সীমান্ত বিষয়ে বাড়াবাড়িসহ আরো কিছু কারণের কথা উল্লেখ করেছেন।

সম্প্রতি মুসলিম প্রধান ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিবাদও করা হয়েছে ওই পদত্যাগপত্রে।

কমিশন সদস্যরা জানান, এশিয়া-আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়ে গত মাসে তারা প্রেসিডেন্টের কাছে পৃথক পৃথকভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট অফিস থেকে সেই চিঠির কোনো জবাব দেয়া হয়নি।

১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে প্রতিষ্ঠিত হয় এশিয়া-আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক এই কমিটি। পরবর্তী দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা কমিশনের মেয়াদ বৃদ্ধি করেন।
১৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে