আহাম্মকের মতো আচরণ করছে যুক্তরাষ্ট্র : মেদভেদভ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ দেশটির উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সঙ্গে সিরিয়া সংকট নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনের অস্বীকৃতিকে আহাম্মকের মতো আচরণ বলে অভিহিত করেছেন।
সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য মেদভেদেভের নেতৃত্বাধীন রুশ একটি সামরিক প্রতিনিধিদলকে গ্রহণ করতে আমেরিকা অস্বীকার করার পর এ মন্তব্য করলেন তিনি।
রাষ্ট্র পরিচালিত রোশিয়া-১ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, আলোচনা করতে অস্বীকার করার সিদ্ধান্তের মধ্যদিয়ে নিজের দুর্বলতাই প্রকাশ করছে আমেরিকা।
মেদভেদেভ আরো বলেন, এ কথা পরিষ্কার হয়ে গেছে যে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল-বিরোধী মার্কিন লড়াইয়ের ফলাফল প্রায় শূণ্যের কাছাকাছি এবং আইএসআইএল’র বিস্তার ঘটেছে। এ ক্ষেত্রে রাশিয়ার হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি বদলে গেছে বলে উল্লেখ করেন তিনি।
গত মাসের ৩০ তারিখ থেকে সিরিয়ায় প্রায় সাড়ে পাঁচশ’ বার বিমান অভিযান চালিয়েছে রাশিয়া। এতে শত শত সন্ত্রাসী নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র, সামরিক সরঞ্জামসহ যুদ্ধ কাঠামো ধ্বংস হয়েছে। আতংকিত সন্ত্রাসীরা সিরিয়া থেকে পালাতে শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে। - রেডিও তেহরান
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ/আসিফ/এআর