আন্তর্জাতিক ডেস্ক: এয়ার ইন্ডিয়া বিমানের ২০০ জনেরও বেশি যাত্রী বৃহস্পতিবার থেকে আঙ্কারা বিমানবন্দরে আটকে রয়েছেন। সূত্রের খবর, ফ্লাইট নম্বর এআই১৩০ এলএইচআর-বিওএম লন্ডনের হিথরো থেকে মুম্বই যাওয়ার পথে আঙ্কারা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
সূত্রের খবর, এক পুরুষযাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়ায় আঙ্কারা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় এয়ার ইন্ডিয়ার বিমানটিকে। ওই বিমানেরই এক মহিলা যাত্রী অমৃতা মোহান্তি এই বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন। যাত্রীদের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ রাখছে না বলে অভিযোগ করেছেন যাত্রীদের একাংশ।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, এক যাত্রীর অসুস্থ হয়ে পড়ায় এআই১৩০ বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়। আঙ্কারা বিদেশমন্ত্রকের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং টিমের অনুমতি ছাড়া ফের বিমান ওড়ানোও সম্ভব নয়। এই কারণেই গত ২৪ ঘণ্টা ধরে আঙ্কারায় আটকে রয়েছেন ২০০ জনেরও বেশি যাত্রী। এই ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে সংস্থা সূত্রে দাবি।
১৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম