শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০৯:০৪

ভয়াবহ দাবানলে চিলিতে নিহত ১১, ব্যাপক ক্ষয়-ক্ষতি

ভয়াবহ দাবানলে চিলিতে নিহত ১১, ব্যাপক ক্ষয়-ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে ১৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত যে ভয়াবহ দাবানল হয়েছে তাতে ৪ লাখ ৬৭ হাজার হেক্টর এলাকা ধ্বংস হয়ে গেছে, ১১ জন প্রাণ হারিয়েছে এবং আনুমানিক ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

শুক্রবার দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন (কোনাফ) একথা জানিয়েছে।

এই দাবানলে মোট ৭শ’টির বেশি স্থানে আগুন ধরে যায়। এতে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চল দু’টিতে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এছাড়াও এখানকার এক হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

কোনাফ জানিয়েছে, দাবানলটি চলতি শতাব্দির অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী। সবচেয়ে প্রলয়ঙ্করী দাবানলটি কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যে দেখা দেয়। এতে সেখানকার সাত লাখ হেক্টর এলাকা ধ্বংস হয়ে যায়।

সরকার এই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন বলে প্রাথমিকভাবে অনুমান করছে।

দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়।
১৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে