রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৪৮:১৪

দ. চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল

দ. চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। আমেরিকা দাবি করছে, দক্ষিণ চীন সাগরের নৌপথে 'রুটিন টহল' দেয়ার জন্য এ রণতরীর নেতৃত্বাধীন মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা সিএসজি ১’কে মোতায়েন করা হয়।

দক্ষিণ এশিয়ায় উত্তেজনা আরো উসকে না দেয়ার জন্য বেইজিংয়ের একাধিকবার দেয়া হুঁশিয়ারি উপেক্ষা করে এ রণতরী মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র। নিমেজৎ শ্রেণির বিমানবাহী রণতরী ভিনসনের স্ট্রাইক গ্রুপে মার্কিন ক্যারিয়ার এয়ার উইং বা সিভিডব্লিউ ২ এর বিমান এবং আর্ললেইক বুরক শ্রেণির গাইডেড ক্ষেপণাস্ত্রাবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ওয়েন ই মেয়ার রয়েছে।

চীন কঠোর হুঁশিয়ারি দেয়ার পরই গতকাল সিএসজি ১’কে মোতায়েন করা হয়। হাওয়াই এবং গুয়ামে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়া শেষে দক্ষিণ চীন সাগরে পাঠান হলো এ বিমানবাহী রণতরী।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে