রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫০:০১

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক প্রেমিকার বাড়িতে এসে প্রেমিকের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক প্রেমিকার বাড়িতে এসে প্রেমিকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে পরিচয়, তারপর ধীরে ধীরে কাছে আসার চেষ্টা। অতঃপর প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়ির সামনেই আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের বরিশাল কলোনি এলাকায়।

পুলিশ সূত্রের খবর, প্রায় মাস ছ’য়েক আগে এলাকার বাসিন্দা কাকলি মজুমদারের সঙ্গে হাসানুজ চৌধুরি নামে একটি ছেলের ফেসবুকে পরিচয় হয়। হাসানুজের বাড়ি বোলপুরে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে থেকে হঠাৎই হাসানুজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন কাকলি। সমস্ত সম্পর্ক ভেঙে দিতে চাইছিলেন তিনি।

কিন্তু বাধ সাধেন হাসানুজ। সমস্ত রকম ভাবে তিনি চেষ্টা করতে থাকেন সম্পর্ক টিকিয়ে রাখার। কিন্তু কোনওভাবেই কাজ না হওয়ায়, অবশেষে কাকলির বাড়ির ঠিকানা সংগ্রহ করে শনিবার দুপুরে তার বাড়িতে চলে আসেন হাসানুজ। ওই বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন কাকলি। সেই সময় কাকলি বাড়ি না থাকায় নিজেকে ডেলিভারির বয়ের পরিচয় দিয়ে কাকলির মায়ের হাতে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে চলে যান হাসানুজ।

কাকলি বাড়িতে ফিরতেই ওই প্যাকেট খুলে দেখেন, তাতে ১ লক্ষ টাকার একটি চেক এবং একটি সুইসাইড নোট রয়েছে। রোববার ফের কাকলির বাড়ি আসেন হাসানুজ। কাকলির সঙ্গে কথা বলার পরেই, পকেট থেকে পিস্তল থেকে বের করে নিজের মাথায় নিজেই গুলি করেন হাসানুজ। ঘটনার পরেই কোতায়ালি থানায় খবর দেয় কাকলির পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে