আন্তর্জাতিক ডেস্ক: বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে, তাতে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য আহত হয়েছে। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর কত জন আহত বা নিহত হয়েছেন সে খবর পাওয়া যায়নি।
মিয়ানমার সরকার থেকে গত সপ্তাহে বলা হয়েছিল রাখাইন স্টেটের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। এবং রোহিঙ্গা মুসলমানদের উপর চার মাসের নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। কিন্তু আবার সংঘর্ষের ঘটনার পর সরকার যে দাবি করেছিল সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
শনিবার রাতের দিকে মিয়ানমার স্টেট কাউনসেলর অফিসের এক বিবৃত্তিতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্তে অস্ত্রধারী একটি গ্রুপের সাথে সৈন্যদের সংঘর্ষ হলে দুইজন সৈন্য আহত হয়।
সংক্ষিপ্ত ঐ বিবৃতিতে বলা হচ্ছে অজ্ঞাত ৩০ জন ছিল অস্ত্রধারী দলে, যারা কালো পোশাক পরে ছিল। সেই দলের কতজন আহত বা নিহত হয়েছে সে ব্যাপারে নিরাপত্তা বাহিনী তথ্য সংগ্রহ করছিলো বলে বিবৃতিতে বলা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের ৯ জন সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৬৯ হাজার মানুষ মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে।-বিবিসি
১৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস