আন্তর্জাতিক ডেস্ক : বল ভেবে ব্যাগ থেকে গোল বস্তু বের করতে গিয়ে বোমা ফেটে এক নাবালকের বাম হাত ছিন্নভিন্ন হয়ে গেল। তার সঙ্গে থাকা আরো দুই বন্ধু অল্পবিস্তর আঘাত পেলে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
গুরুতর আহত মাসুদ আলমকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার দুই নম্বর ব্লকের রাঙাইপুর এলাকায়। বল নিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল মালদার এই কিশোর।
রোববার বিকেলে মাসুদ আলম নামে এক কিশোর ও তার দুই বন্ধু গ্রামের শেষ প্রান্তে খেলা করছিল। সেই সময় একটি কুল (বরই) গাছের নিচে একটি ব্যাগের মধ্যে কিছু বল দেখতে পায়। কিন্তু সেগুলো বল নয়, বোমা ছিল সেটা তারা বুঝতে পারেনি। বল ভেবে বের করতে গেলে বোমা বিস্ফোরন হয়। ফলে মাসুদের বাম হাতে আঘাত লাগে। তার সমস্ত আঙুল উড়ে যায়।
এদিকে কে বা কারা সেখানে কী উদ্দেশ্যে ব্যাগ ভর্তি বোমা রেখেছিল তা এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনাটি জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান হরিশ্চন্দ্রপুরের থানার পুলিশ কর্মকর্তা।
২০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস