আন্তর্জাতিক ডেস্ক : ফের জঙ্গি হামলা পাকিস্তানে। দেশটির পেশোয়ারে আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টাইমসের।
পুলিশ সুপার সাজ্জাদ খান জানিয়েছেন, মঙ্গলবার চারসাড্ডা জেলার টাঙ্গিতে দুজন জঙ্গি বন্দুক হাতে কোর্টরুমে ঢুকে পড়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের আটকানোর পরই ঘটে যায় বিশাল বিস্ফোরণ। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা তাহির জাফর।
পাকিস্তানে গত সপ্তাহেই পরপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। প্রাণ গিয়েছে শতাধিক মানুষের। বিভিন্ন ইসলামিক সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তবে এখনো পর্যন্ত আদালত চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে দায় কেউ স্বীকার করেনি।
২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস