আন্তর্জাতিক ডেস্ক : নিষ্পাপ মানুষদের হত্যা করা এবং নাশকতা ছড়ানোর দায়ে যে জঙ্গিরা সাজা খাটছে তারা বেল বা প্যারোলে বাড়ি যেতে পারবে না। সে তাদের বাড়িতে যতই সমস্যা বা কোনও অঘটন ঘটুক না কেন। সোমবার এমনই একটি রায় ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর ইন্ডিয়া টাইমসের।
সোমবার রায় ঘোষণার সময়ে ভারতের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘কেউ যদি নিষ্পাপ মানুষকে নির্বিচারে হত্যার মতো ঘৃণ্য অপরাধ করতে পারে, তাহলে সেই ব্যক্তি কোনও ভাবেই দাবি করতে পারে না যে তার পরিবারের প্রতি দায়িত্ব, কর্তব্য রয়েছে। যেই মুহূর্তে সে এমন কোনও জঘন্য অপরাধের জন্যে দোষী সাব্যস্ত হয়, সেই মুহূর্তে তার পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক এবং বন্ধন ছিন্ন হয়ে যায়। কোনওভাবেই সে আর পরিবারের দোহাই দিয়ে ক্ষমা প্রার্থনা করতে পারবে না বা অন্তবর্তী জামিন অথবা প্যারোল চাইতে পারবে না। ’
১৯৯৬ সালে দিল্লির লাজপত নগরে বোমা বিস্ফোরেণে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। গুরুতর আহত হয়েছিলেন ৩৮ জন। সেই অপরাধে প্রধান অভিযুক্ত মোহাম্মদ নওশাদকে দোষী সাব্যস্ত করেছিল ট্রায়াল কোর্ট এবং পরে দিল্লি হাইকোর্ট। ট্রায়াল কোর্ট প্রাণদণ্ড দিলেও দিল্লি হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই মোহাম্মদ নওশাদ শীর্ষ আদালতে অন্তর্বর্তী জামিনের পিটিশন দায়ের করেছিল। সেই মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি জে এস খেহার, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষণ কৌলের বেঞ্চ এই যুগান্তকারী রায় দেয়।
২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস