বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:২৬:৩৩

‘নানা সমস্যায় জর্জরিত ইসরাইলের অবস্থা ভালো নয়’

 ‘নানা সমস্যায় জর্জরিত ইসরাইলের অবস্থা ভালো নয়’

আন্তর্জাতিক ডেস্ক: নানা সমস্যায় জর্জরিত ইসরাইলের অবস্থা খুব ভালো নয় বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব রমাজান আব্দুল্লাহ। তিনি তেহরানে ফিলিস্তিনের ইন্তিফাদাকে সমর্থন জানিয়ে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেছেন।


তিনি বলেছেন, ইসরাইলের সামরিক শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম যে ধারণা দেয় তা মোটেও ঠিক নয়। সরকার নানা জটিল সমস্যায় আক্রান্ত। তবে যে বিষয়টি ইসরাইলকে শক্তি যোগায় তা হলো- ফিলিস্তিনিদের মধ্যে মতপার্থক্য এবং তাদের প্রতি যথাযথ সমর্থন জানানোর ব্যাপারে আরব ও মুসলিম দেশগুলোর অনীহা।


ফিলিস্তিন প্রসঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বক্তব্যের কথা উল্লেখ করে রমাজান আব্দুল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে কঠিন ও দীর্ঘমেয়াদি যুদ্ধে ফিলিস্তিনিদের পাশে থাকার যে আশ্বাস তিনি দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।


একইসাথে ইন্তিফাদাকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করায় তিনি ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তেহরানের এ পদক্ষেপ প্রমাণ করে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি পৃষ্ঠপোষকতা দেয়ার অবস্থান থেকে একচুলও সরে যায়নি ইরান।


মঙ্গলবার সকালে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি ইন্তিফাদাকে সমর্থন দেয়া বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। দুই দিনের এই সম্মেলনে উদ্বোধনি বক্তব্য রাখেন ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি। তিনি স্মরণ করিয়ে দেন, ইসলামি ইরানের সংবিধানে বিশ্বের মজলুম ও বঞ্চিত জাতিগুলোকে সহায়তা দেয়ার কথা বলা হয়েছে।


এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৮০টি প্রতিনিধিদল অংশ নিয়েছে। সব মিলিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর জন্য তেহরান সম্মেলনে ৭০০ বিদেশি অতিথি উপস্থিত হয়েছেন। সম্মেলনে অংশ নিয়েছে ফিলিস্তিনপন্থী বহু সংগঠন।
সূত্র : ওয়েবসাইট
২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে