বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:০২:৪০

হাফিজ সাঈদকে নিয়ে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

হাফিজ সাঈদকে নিয়ে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, হাফিজ সাঈদ পাকিস্তানের পক্ষে বিপজ্জনক। তাতেই বিক্ষোভ শুরু হল পাকিস্তানে। বিভিন্ন পাক রাজনৈতিক হাফিজের বিরুদ্ধে এ ভাবে প্রকাশ্যে মুখ খোলায় দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনায় পথে নেমেছে। প্রতিবাদে নেমেছে, হাফিজের সংগঠন জামাত-উদ দাওয়া-ও। মঙ্গলবার উত্তাল ছিল ইসলামাবাদ, করাচি, লাহৌর রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরের একাধিক এলাকা। খবর আজকালের।

রাস্তায় রাস্তায় মিছিল, প্রতিবাদ সভা থেকে শুরু করে, পোড়ানো হল অসিফের কুশপুতুল। সোমবার,  মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনা সভায় মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আসিফ। সেই ঘটনার রেশ ধরেই, মঙ্গলবার  জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদ এবং তার সহকারীদের দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে দেয় পাকিস্তান।

সূত্রের খবর, হাফিজ সহ সংগঠনের অন্য নেতাদের জন্য ৪৪টি অস্ত্র রাখার অনুমতি দিয়েছিল পাকিস্তান সরকার। পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার কারণেই সেই অস্ত্র রাখার লাইসেন্স বাতিল করা হল। যার অর্থ এবার অস্ত্রগুলোকে ফেরত দিতে হবে হাফিজদের।

হাফিজের বিরুদ্ধে এসব কথা বলা নিয়েই শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে রে রে করে উঠেছে বিরোধী দলগুলি। বিরোধী তেহরিক ই ইনসাফ-এর নেতা রশিদ জানিয়েছেন, ‘খাজা তো একেবারে দেশ বিরোধী কথা বলছেন। তার কথা শুনে মনে হচ্ছে, তিনি পাকিস্তানের নন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এটা এবার যে কেউ বলে দিতে পারবে, ভারত ও আমেরিকার চাপের কাছে মাথা নিচু করে পাক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের কাছে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের অনেক ক্ষতি হবে।  যদিও তাকে গৃহবন্দি করে রাখার তীব্র বিরোধিতা করেছে হাফিজ নিজে। গ্রেপ্তারির বিরুদ্ধে লাহোর হাই কোর্টে মামলাও দায়ের করেছে সে।’

পিটিশনে লিখেছে, ‘‌আমাকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। বিদেশি শক্তির চাপেই এমনটা করা হল। এর যথাযথ তদন্তের আবেদন জানাচ্ছি।’‌ শুধু গৃহবন্দি করাই নয়, হাফিজ এবং তার কয়েকজন সঙ্গীর অস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়েছে। হাফিজের গ্রেপ্তারি কতটা যুক্তিসঙ্গত, সেটা খতিয়ে দেখতে একটি দুই সদস্যের দল গঠন করা হবে। আপাতত তাকে কড়া প্রহরায় রাখা হয়েছে।
২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে