বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৪৯:১১

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একমত হলেন মিসর ও জর্ডান, কোনো রকম ছাড় না দেয়ার হুশিয়ারি

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একমত হলেন  মিসর ও জর্ডান, কোনো রকম ছাড় না দেয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে কোনো আপস চলবে না বলে হুশিয়ারি দিয়েছে মিসর ও জর্ডান। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন।


মঙ্গলবার মিসরের কায়রোতে এক বৈঠকে দ্বিরাষ্ট্র নীতির পক্ষে সম্মত হয়েছেন আরব রাষ্ট্রের দু’নেতা। খবর এএফপির। এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের শান্তির বিষয়ে দ্বিরাষ্ট্র নীতির পক্ষে সমর্থন দিয়েছেন সিসি ও আবদুল্লাহ। শান্তি প্রতিষ্ঠায় এটাই একমাত্র সমাধান।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতি পূর্ব জেরুজালেম বা আল কুদসকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। জাতীয় এ মূলনীতিতে কোনো রকম ছাড় দেয়া হবে না।’


গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ফিলিস্তিন ইস্যুতে একরাষ্ট্র নীতির পক্ষে ঘোষণা দেন। ওয়াশিংটনে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এ মত দেন ট্রাম্প।    
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে