রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:১২:৪২

১৫০০ জন সঙ্গী নিয়ে মাসব্যাপী এশিয়া সফরে আসছেন সৌদি বাদশাহ সালমান

১৫০০ জন সঙ্গী নিয়ে মাসব্যাপী এশিয়া সফরে আসছেন সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক: আজ রোববার থেকে শুরু হচ্ছে সৌদি আরবের বাদশাহ সালমানের মাসব্যাপী এশিয়া সফর। দ্রুত বর্ধনশীল বিশ্বে সৌদি তেল আমদানিকারদের সাথে সম্পর্ক বৃদ্ধি ও বিনিয়োগ সুবিধা উন্নতি করা হবে এই সফরের মূল লক্ষ্য। অশীতিপর এই বাদশাহ দুই বছর আগে সিংহাসনে আরোহনের পর একটি উচ্চাভিলাসী অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও চীন সফরে যাচ্ছেন।

এই সফরে এশিয়া অঞ্চলের সাথে সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলেছেন, ১০ মন্ত্রীসহ সালমানের সফরসঙ্গী হবে মোট ১ হাজার ৫০০ জন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফরের পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাইরে এটাই হবে বাদশাহর প্রথম বিদেশ সফর।

সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন, সৌদি আরাবিয়ান ওয়েল কম্পানি (অ্যারামকো) আগামী বছর থেকে ৫ শতাংশ কমে এশিয়ান বিনিয়োগকারীদের কাছে তেল বিক্রি করবে, এর মাধ্যমে তৈরি হবে বিশ্বের সবচেয়ে বড় আইপিও, চীনের সাথে সম্পর্কিত ব্যাংক গুলোর সাথে আর্থিক লেনদেন বাড়বে।

তেলের রাজস্বের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে এবং আন্তর্জাতিক বিনোয়োগ বাড়াতে এশিয়ান ব্যাংক ও কোম্পানিগুলোকে তেল খাতের বাইরেও বিনিয়োগে আমন্ত্রণ জানানো হবে। সৌদি আরবের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। তার নেতৃত্বে গত আগস্টে চীনের সাথে সৌদি আরব প্রাথমিকভাবে ১৫টি চুক্তি স্বাক্ষর করেছে, এর মধ্যে ছিল পানি প্রকল্প, তেল সংরক্ষণাগার তৈরি এবং আবাসন প্রকল্প গ্রহণ।

বাদশাহর সফর শুরু হবে মালয়েশিয়া দিয়ে। সে দেশে তিন দিন কাটিয়ে ৯ দিনের সরকারি সফরে যাবেন ইন্দোনেশিয়া। ৪৬ বছরের মধ্যে কোনো সৌদি বাদশার এটাই হবে প্রথম ইন্দোনেশিয়া সফর। ইন্দোনেশিয়া সফরকারী সর্বশেষ সৌদি বাদশা হচ্ছেন ফয়সাল বিন আবদুল আজিজ আল সউদ।

জাকার্তার এ ভ্রমণে দুই দেশের মধ্যে ২৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হবে। মন্ত্রিপরিষদ সচিব প্রামোনো আনুং জানিয়েছেন, বাদশাহ সালমান আগামী ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ইন্দোনেশিয়া সফর করবেন। এর মধ্যে তিনি শেষ ছয় দিন বালি দ্বীপে অবকাশ যাপন করবেন। সেখান থেকে বাদশা যাবেন চীনে। সে দেশে চার দিন কাটাবেন তিনি। এরপর তিন দিনের সফরে জাপান যাবেন বাদশা সালমান।

১৯৭১ সালে বাদশাহ ফয়সালের পর কোনো সৌদি বাদশার এটাই হবে প্রথম জাপান সফর। এশিয়া সফর শেষ হবে মালদ্বীপে। সেখান থেকে ২৭ মার্চ তিনি যাবেন জর্ডানে। সেখানে তিনি যোগ দেবেন আরব লিগ শীর্ষ সম্মেলনে।
২৬ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে