সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:২৮:০৮

যুক্তরাষ্ট্রে ইহুদি সমাধিক্ষেত্রে হামলা-ভাংচুর

যুক্তরাষ্ট্রে ইহুদি সমাধিক্ষেত্রে হামলা-ভাংচুর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ইহুদিদের একটি সমাধিক্ষেত্রে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ব্যাপক ভাংচুর চালিয়েছে। এতে পাঁচ শতাধিক সমাধি ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিদের অবস্থানে হামলার হুমকির মধ্যেই এই ঘটনা ঘটেছে। খবর বাসস'র।

রোববার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সেখানে হামলা চালিয়ে সমাধির কয়েকশ' নামফলক অর্ধেক ভেঙে ফেলা হয়। এসব সমাধির কয়েকটি একশ' বছরের বেশি পুরনো ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ইহুদি ধর্ম বিশেষজ্ঞ এবিসি টেলিভিশনকে বলেন, ফিলাডেলফিয়ার ঐতিহাসিক মাউন্ট কারমেল ইহুদি সমাধিক্ষেত্রে দুর্বৃত্তদের এ হামলায় অনেক সমাধির ক্ষতি হয়েছে।

এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে ফিলাডেলফিয়ায় ইহুদি সমাধিক্ষেত্রের পবিত্রতা নষ্ট করার তীব্র নিন্দা জানিয়েছেন।
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে