চার মাসের জন্য থেমে যাবে বিগ বেন!
আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাসের জন্য থেমে যাবে বিগ বেন। বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী এই ঘড়ি তার চলার কাজ থামিবে দেবে বেশ কিছুদিনের জন্য। কারণ গুরুতর সমস্যায় কাহিল হয়ে পড়েছে এই ঘড়িটি। যত দ্রুত সম্ভব মেরামত করা দরকার এটিকে। আর তার জন্য খরচ হবে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড। জান গেছে শুধুমাত্র ঘড়িটিকে সচল রাখতেই খরচ হবে ৪ মিলিয়ন পাউন্ড। এছাড়া বিগ বেনের অন্যান্য সব সমস্যা মেটাতে এক ধাক্কায় ৪০ মিলিয়ন পাউন্ড খরচ হবে।
এই কাজের জন্য চার মাস বন্ধ থাকতে পারে বিগ বেনের ঘড়ি। প্রায় ১৫৬ বছরের জীবনে এটাই হবে তার সবথেকে লম্বা সময়ের জন্য থেমে থাকা। এর আগে ১৯৭৬ সালে ২৬ দিনের জন্য বন্ধ করতে হয়েছিল ঘড়িটি। এবিষয় পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। কমিটির রিপোর্টে বলা হয়েছে, এইভাবে চলতে থাকলে অনেক বড় সমস্যায় পড়তে পারে বিগ বেন। বেশ কয়েক জায়গায় নির্মাণগত সমস্যা রয়েছে। আর ঘড়ি মেরামত না করা হলে পড়েও যেতে পারে ঘড়িটি। আর তা ব্রিটিশ পার্লামেন্টের সম্মানে বড়সড় আঘাত হানবে। প্রায় ৩৩৪ টি সিঁড়ি রয়েছে বিগ বেনে। রয়েছে লিফটও। ৩১৫ ফুট উঁচু এই টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�