রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৯:০৬:৫৫

বৈষম্য বন্ধ করুক আমেরিকা: অভিমানী আজিজ

বৈষম্য বন্ধ করুক আমেরিকা: অভিমানী আজিজ

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎই আমেরিকার বিরুদ্ধে অভিমান ঝাড়লেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। রবিবার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের প্রতি নিজের ক্ষোভ-অভিমান এই ভাবেই প্রকাশ করেছেন তিনি। তার মতে, আমেরিকা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেই পাকিস্তানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ভারত এবং পাকিস্তানকে একে অপরের বিরুদ্ধে খেপিয়ে তোলা বন্ধ করুক তারা। খবর কলকাতা ২৪। খবরে বলা হয়, সরতাজ আজিজে বলেন, ‘বরাবরের মতো রজনীতিগত পক্ষপাতিত্ব কিংবা প্রথাগত বৈষম্য দেখানো বন্ধ করুক আমেরিকা’। একইসঙ্গে আজিজের দাবি, যেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি চলছে সেখানে আমেরিকার এক পক্ষে অবস্থান নিয়ে অনেক ক্ষতি করে দিতে পারে। পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও দাবি করেছেন, ‘ভারত ও পাকিস্তানকে নিজেদের মতো করে সমস্যা সমাধান করতে দেওয়া উচিত। এ বিষয়ে অন্যকারোর নাক গলানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না’। উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমেরিকা যাওয়ার কথা। সেখানে পাকিস্তানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি হতে পারে বলে খবর। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে