রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ১০:১৩:০৩

বেনজির হত্যায় দায়ী মোশাররফ

বেনজির হত্যায় দায়ী মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের জন্য দায়ি দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। এমনই বিস্ফোরক তথ্য দিলেন শীর্ষস্থানীয় মার্কিন সাংবাদিক মার্ক সিগেলের। তিনি বলেছেন, বেনজিরের মৃত্যুর আগে বহুবার জানিয়েছিলেন প্রাণনাশের হুমকির কথা। তা সত্ত্বেও যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি ততকালীন পাক প্রশাসন। এ তথ্যটি শীর্ষস্থানীয় মার্কিন সাংবাদিক মার্ক সিগেলের রোববার ভারতীয় পত্রিকা ‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে। খবরে বলা হয়েছে, চার পাতার একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, গোটা আরব দুনিয়ার এক গোয়েন্দা সংস্থা একটি ফোন কলের তথ্য পায়। সেই কল-এ বেনজিরকে খুনের বিষয়ে পরামর্শ করা হয়েছিল বলে জানান তিনি। সিগেলের বিস্ফোরক দাবি, ফোনে যে তিনজন ব্যক্তির ভয়েস রেকর্ড করা হয়েছে, তারা প্রত্যেকেই মোশাররফের সহযোগী। ওয়াশিংটনে পাক দূতাবাস থেকে এই বিবৃতি রেকর্ড করে পাঠিয়েছেন সিগেল। সিগেল জানিয়েছেন, বেনজিরের মৃত্যুর জন্য দায়ী মোশাররফই। বেনজির ভুট্টো তাকে খুনের হুমকির কথা জানিয়েছিলেন। সিগেলের আরও দাবি, নিরাপত্তার জন্য বিদেশ থেকে রক্ষীদের একটি দল আনার জন্য এবং একই সঙ্গে তার জন্য একটি কালো কাচযুক্ত গাড়ি মোতায়েনেরও অনুরোধ করেছিলেন। কিন্তু সাবেক ওই পাক প্রেসিডেন্ট তার দুটি অনুরোধই প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি বেনজিরকে দেয়া হত্যার হুমকি সম্পর্কেও তিনি কোনো খোঁজখবর নেননি। পাকিস্তানে দু দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী বেনজির ভুট্টো ২০০৭ সালের ডিসেম্বর মাসে রাওয়ালপিন্ডিতে এক বোমা হামলায় নিহত হয়েছিলেন। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে