সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ১২:৫৩:০৩

আর কোন নারীর পোষাক বানাতে পারবে না পুরুষরা

আর কোন নারীর পোষাক বানাতে পারবে না পুরুষরা

রোকন রাইয়ান : সৌদি আরবে এখন থেকে পুরুষ দর্জিরা নারীদের পোষাক বানাতে পারবে না। দেশটির শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এ নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি মন্ত্রণালয় টেইলারিং ভিসা বন্ধ করে দিয়েছে। মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, পুরুষ দর্জিদের বিষয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ পাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দেশটি নারীদের জন্য আলাদা টেইলার্স গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। এসব টেইলার্সে পুরুষদের আসা পুরোপুরি নিষিদ্ধ থাকবে। এ ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল মুনইম আশ শাহরি বলেন, বেশকিছু অভিযোগের ভিত্তিতে আমরা এ পদক্ষেপ নিয়েছি। এখন থেকে নারী টেইলার্সে কোনো পুরুষ কাজ করতে পারবে না। আর নারী টেইলার্সে কেবল সৌদি নারীরাই কাজ করবেন। টেইলারিংয়ের আর কোনো ভিসাও দেয়া হবে না বলে জানান তিনি। - আমাদের সময় ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে