সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৩:৫৩:০৪

গরু নিয়ে সম্প্রীতি বজায় রাখতে গোদুগ্ধ পার্টি

গরু নিয়ে সম্প্রীতি বজায় রাখতে গোদুগ্ধ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক : দেশে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতে লখনউতে এক পার্টির আয়োজন করা হয়। হিন্দু ও মুসলিম- পার্টিতে নিমন্ত্রিত ছিলেন দুই পক্ষই। গো হত্যা ও গোমাংস খাওয়া বন্ধ করার প্রয়োজনীয়তা বোঝাতে পার্টিতে গরুর দুধ বিতরণ করা হয়। দাদরিতে যখন গোমাংস খাওয়ার গুজব ছড়িয়ে একজনকে পিটিয়ে মেরে ফেলা হল, হিমাচল প্রদেশে গোমাংস চোরাপাচারকারী সন্দেহে আরও একজন গণপিটুনির শিকার হল, তখন লখনউয়ের এই গোদুগ্ধ পার্টি ভ্রাতৃত্বের আদর্শ ছড়িয়ে দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। সেখানেই প্রথম সারির এক সুন্নি নেতা তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গিমাহালি গো-হত্যা ও গোমাংস না খাওয়ার জন্য মুসলিমদের আবেদন জানান। তাঁর দাবি, এতে দুনিয়ার সর্বত্র একটা ইতিবাচক বার্তা দেওয়া যাবে। মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গিমাহালির বক্তব্য, “লখনউ থেকে যখনই কোনও আহ্বান শুরু করা হয়, দূর-দূরান্তে তা ছড়িয়ে যায়। এমনকী দেশে যখন দাঙ্গা ছড়িয়ে পড়েছিল, অযোধ্যা ছিল শান্ত। আমি মুসলিম ভাইদের আবেদন করছি, দেশে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, সেজন্য তাঁরা যেন গোমাংস না খান। - কলকাতা২৪ ১৯ অক্টোবর/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে