আন্তর্জাতিক ডেস্ক : এবার কি নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এরকমই একটি আলোচনা শুরু হয়ে গেছে। মনোনয়ণের প্রাথমিক তালিকায় রয়েছে ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের নাম। খবর ইন্ডিয়া.কমের।
২০১৭ সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ণ তালিকায় রয়েছে বিশ্বের ৩১৮ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। সেই তালিকায় ঢুকে পড়েছেন ট্রাম্প। তিনি ‘ভিন্ন মতাদর্শ অনুসরণ করে শান্তির লক্ষ্যে কাজ করছেন’ বলে তাকে ওই তালিকায় রাখা হয়েছে। বৃহস্পতিবার নোবেল কমিটির পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ণে ওই ৩১৮ জনের থাকার কথা জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এবার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ণের তালিকায় রয়েছেন সৌদির ব্লগার রাইফ বাদাই, এডোয়ার্ড স্নোডেন। তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিস। তার নাম প্রস্তাব করেছে নরওয়ের সংসদ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শিরাকও রয়েছেন ওই তালিকায়।
এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ণের সংখ্যা অনেকটাই বেশি। এর আগে ২০১৬ সালে মনোনয়ণ পেয়েছিলেন ৩৭৬ জন। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টস। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কার হাতে উঠছে সেই নোবেল শান্তি সন্মাননা।
০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস