সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ১০:৩৮:৪৩

ভয়ংকর টাইফুন ‘কপ্পু’র আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইন

ভয়ংকর টাইফুন ‘কপ্পু’র আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুন কপ্পুর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার-হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলছেন, ঝড়ের ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় ৪ মিটার (১২ ফুট) পর্যন্ত উঁচু পর্যন্ত ঢেউ দেখা দিয়েছে। রোববার সকালে বিশালাকৃতির এবং ধীরগতির টাইফুনটি লুজোন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। কপ্পুর আঘাতের ফলে আগামী তিনদিন মুষলধারে বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বড় ধরণের বন্যা এবং ভূমিধ্বসেরও আশংকা করা হচ্ছে। সরকারের প্রধান দুর্যোগ সংস্থার প্রধান, আলেক্সান্ডার পামা বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় লুজনে অন্তত ১০,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ম্যানিলা থেকে বিবিসির বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডেভিড সুকম্যান বলছেন, দেশটিতে টাইফুন হাইয়ানের পর থেকে সতর্কীকরণ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার সম্ভাবনা অনেক বেড়েছে। ২০১৩ সালে ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৬.৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়। টাইফুন কপ্পু প্রায় ৬৫০ কিলোমিটার বিস্তৃত এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে বাতাস উৎপন্ন করছে। তবে টাইফুনটি এগুচ্ছে খুব ধীরগতিতে (ঘণ্টায় ৩ কিলোমিটার)। টাইফুনটির ধীরগতির ফলে দীর্ঘসময় যাবত তীব্র বৃষ্টিপাত হবে বলে আশংকা করা হচ্ছে। সূত্র: বিবিসি ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে