সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ১১:০৩:৩৮

অবশেষে ইরান ইস্যুতে মাথানত করলেন ওবামা

অবশেষে ইরান ইস্যুতে মাথানত করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নেয়ার জন্য তার প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন। জুলাইয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা, যৌথ চূড়ান্ত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ অনুযায়ী এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওবামা বলেন, দ্রুত এবং কার্যকর ভাবে জেসিপিওএ দেয়া মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নে আমেরিকার আইন অনুযায়ী যথাযথ বাড়তি ব্যবস্থা নেয়ার নির্দেশ সবাইকে দেয়া হচ্ছে। ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করার ৯০ দিনের মধ্যেই এ নির্দেশ দিলেন ওবামা। অবশ্য ওবামা আরো বলেছেন, জেসিপিওএ অনুযায়ী ইরানের নিজ প্রতিশ্রুতি পালনের বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করার পরই নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হবে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, এ সমঝোতা বাস্তবায়ন হতে আরো কয়েক মাস সময় লাগবে। ওবামা প্রশাসনের পদস্থ এক কর্মকর্তা বলেন, তড়িঘড়ি নয় বরং সঠিক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাস্তবায়নের ওপর আমেরিকা গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রশাসন ধারণা করছে এটি বাস্তবায়নে দু’মাসের কম সময় লাগতে পারে বলে জানান তিনি।# এদিকে ইরানের আইনপ্রণেতারা এরই মধ্যে এ সমঝোতাকে অনুমোদন করেছে এবং তেহরান প্রশাসনকে এটি স্বেচ্ছায় বাস্তবায়নের সবুজ সংকেত দিয়েছেন। সূত্র: রেডিও তেহরান ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে