ছয় বছরের শিশুর গুলিতে ছোট ভাইয়ের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার শিকাগোতে রবিবার একটি ৬ বছর বয়সী শিশু তার ৩ বছর বয়সী ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে।
এ ঘটনায় পুলিশ তাদের বাবাকে শিশুদের ঝুঁকির মুখে ফেলার জন্য অভিযুক্ত করেছে।
পুলিশ জানায়, ৬ বছর বয়সী শিশুটি ফ্রিজের উপর একটি গুলিভর্তি রিভলভার খুঁজে পায় এবং ‘পুলিশ ও ডাকাত’ খেলার সময় ইয়ান সান্তিয়াগো নামের তার ছোট ভাইয়ের মাথায় গুলি করে।
বড় ভাইটির নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় এক সংবাদপত্র জানায়, শিশুটির বাবা ২৫ বছর বয়সী মাইকেল সান্তিয়াগোকে পুলিশ শিশুদের ঝুঁকির মুখে ফেলার অভিযোগে গ্রেপ্তার করেছে।
রোববার তাকে কোর্টে হাজির করা হলে ৭৫,০০০ ডলার মুচলেকায় তাকে জামিন প্রদান করা হয়।
গুলির ঘটনাটি রবিার রাত ৯ টার সময় ঘটে।
আহত শিশুটিকে প্রথমে কাছের নরওয়েজিয়ান আমেরিকান হাসপাতালে নেয়া হয় এবং পরে মাউন্ট সিনাই হাসপাতালে স্থানান্তর করা হয়।
মধ্যরাতের পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাইকেল সান্তিয়াগো পুলিশকে জানান, তিনি স্প্যানিশ স্ট্রীট গ্যাংয়ের সাবেক সদস্য এবং নিরাপত্তার জন্যই একজন গ্যাং সদস্যের নিকট থেকে বন্দুকটি ক্রয় করেন।
সূত্র: রয়টার্স
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ