‘টুইন টাওয়ার হামলার জন্য আমার ভাই দায়ী নয়’
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী জেব বুশ দাবি করেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট ও তার ভাই জর্জ ডাব্লিউ বুশ দায়ী নন।
রিপাবলিকান দলের অন্যতম শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১১ সেপ্টেম্বরের হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট বুশকে দায়ী করেছেন। জবাবে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেব বুশ তা অস্বীকার করেন। তিনি বলেন, “দেখুন আমার ভাই সংকটের সময় সাড়া দিয়েছেন এবং আপানারা একজন প্রেসিডেন্টের কাছ থেকে যা প্রাত্যাশা করতেন বুশ তাই করেছেন।”
জেব বুশ দাবি করেন, “আমার ভাই আমেরিকাকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করেছিলেন এবং আমেরিকাকে নিরাপদ রেখেছিলেন। কেউ এটি অস্বীকার করবে না বরং আমেরিকার বেশিরভাগ লোকজনই এটি বিশ্বাস করে।”
গত শুক্রবার ট্রাম্প ২০০১ সালের কথিত সন্ত্রাসী হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট বুশকে দায়ী করেন। ট্রাম্প বলেন, সে সময় তিনি নিজে প্রেসিডেন্ট থাকলে তার অভিবাসন নীতির কারণে আল-কায়েদা নেটওয়ার্ক ওই হামলা চালাতে পারত না। ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে জেব বুশ বলেছেন, এতদিন পর কেন তিনি ১১ সেপ্টেম্বরের হামলার কথা তুলছেন তিনি তা বুঝতে পারছেন না।
২০০১ সালের ওই হামলার জন্য মার্কিন প্রশাসন আল-কায়েদা সন্ত্রাসীদের দায়ী করে থাকে। তবে বহু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মার্কিন কর্মকর্তাদের দায়িত্ব ও সে সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে মনে করেন, মার্কিন সরকার নিজেই এ হামলা করে আফগানিস্তানে ও ইরাকে সামরিক আগ্রাসন চালানোর প্রেক্ষাপট তৈরি করেছিল।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�