সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৫:৩৭:৪৪

পাকিস্তানের এনএসএ সাবেক সেনাপ্রধান!

পাকিস্তানের এনএসএ সাবেক সেনাপ্রধান!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসির খান জুনজুয়াকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(এন এস এ) নিয়োগ করতে চলেছে পাকিস্তান। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল নাসির খান জুনজুয়া। এখন তাকেই পাকিস্তানের এনএসএ হিসেবে নিযুক্ত হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট নেওয়াজ শরিফ আগামী সপ্তাহেই আমেরিকা সফরে যাওয়ার কথা চলছে আর এই সফরে নাসির খানই তার সফর সঙ্গী হবেন। রয়টার্সের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে কলকাতা ২৪। বর্তমানে সারতাজ আজিজ পাকিস্তানের এনএসএ। সেনা সূত্রে খবর, আজিজের মনঃসংযোগের অভাব দেখা গিয়েছে। তাই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর আজিজকে বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের কোনও একটি পদের দায়িত্ব দেওয়া হতে পারে। পাক সেনা সূত্রে আরও খবর, শরিফের সঙ্গে দেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের সম্পর্ক খুববেশি ভালো নয়। তাই শরিফকে তার পছন্দ মত এনএসএ-র সঙ্গে আমেরিকার মত গুরুত্বপূর্ণ বিদেশ সফরে যেতে দেওয়া যাবে না। সেই কারণেই নয়া এনএসএ নিয়োগ। ধারনা করা হচ্ছে এই সফরে পরমাণু চুক্তি মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে