আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার আর বেশিদিন বাকি নেই। এ উপলক্ষে মুসলিম দেশগুলোতে কোরবানির পশুর হাট জমে উঠছে।
এসব হাটে উট, গরু, দুম্বা ও ছাগলসহ নানা পশুর দেখা মেলে। প্রতিবছরই কোরবানির ঈদে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় উটের চাহিদা বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে এবার মিসরের কায়রোর ৫০ কিলোমিটার উত্তরে বারকাস মার্কেটে জমে উঠছে উটের বাজার।
যদিও এ বছর সৌদি আরবে হাজীরা উট কোরবানি দিতে পারছেন না। উট কোরবানি দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
এদিকে ২০০৪ সালে আড়াই বিঘা জমির ওপর গড়ে ওঠেছে রাজধানীর দেওয়ানবাগ বাবে মদিনার পীর সাহেবের উটের খামার। ওই বছর ঈদুল আজহায় ভারতের রাজস্থান থেকে গাবতলী হাটে আনা উট থেকে একটি পুরুষ ও নয়টি স্ত্রী উট বাবে মদিনায় পালার উদ্দেশ্যে ক্রয় করা হয়।
এরপর বিভিন্ন সময় আরো ৯টি উট ক্রয় করা হয়। এসব উট পরবর্তীতে বাচ্চা প্রসব করলে এক বছরের ব্যবধানে এখানে উটের সংখ্যা দাঁড়ায় পঁয়তাল্লিশে।
বিভিন্ন সময় ঈদুল আজহায় বাবে মদিনা উট বিক্রিও করে থাকে। এ খামারে রয়েছে সাতচল্লিশটি উট। ঈদুল আযহায় বাংলাদেশের বিভিন্ন পশুরহাটেও উট কেনাবেচা হয়ে থাকে।
১৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম