মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০২:২৪:৫৮

মঙ্গলবার মিলছে দুই কোরিয়া

মঙ্গলবার মিলছে দুই কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছিন্ন স্বজনদের পুনর্মিলন৷ সোমবার দুই কোরিয়ার শত শত মানুষ সীমান্ত পার হওয়ার জন্য জমায়েত হন৷ যাদের বেশিরভাগই বৃদ্ধ৷ মঙ্গলবার উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং রিসোর্টে শুরু হতে যাচ্ছে এই ‘পুনর্মিলন উৎসব’৷ গত পাঁচ বছরে এমন পুনর্মিলন এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে চলেছে৷ গত অগাস্ট মাসে এই বিষয়ে দুই কোরিয়ার মধ্যে চুক্তি সম্পন্ন হয়৷ ১৯৫০-৫৩ সালের যুদ্ধে দুই কোরিয়ার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার পরিবার৷ ভাইবোন, স্বামী-স্ত্রী, পিতামাতা-সন্তানরা বিচ্ছিন্ন হয়ে যায় পরস্পরের থেকে৷ তবে ২০০০ সালে উত্তর-দক্ষিণ কোরিয়া সম্মেলনের পর থেকে পুনর্মিলনের বিষয়ে সচেতন হয়েছে যুদ্ধংদেহী এই দুই রাষ্ট্রের নেতৃত্ব৷ সীমান্তে সংঘাত চললেও সাধারণ নাগরিকদের আবেগের মূল্য দিয়েই আগামীকাল হবে স্বজনহারাদের পুনর্মিলন৷ - কলকাতা২৪ ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে